ঈদে ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় ভারতীয় পণ্যবাহী সব ট্রাক বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পণ্য পরিবহন বন্ধ থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম জানান, ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী, নেতারা ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। ২৫ এপ্রিল থেকে আবার সব কার্যক্রম আগের নিয়মে চলবে।
ভোমরা বন্দরের রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার মনিরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ এপ্রিল থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে।
বিজ্ঞাপন
সোহাগ হোসেন/আরকে