ফাইল ছবি

ফরিদপুরে ঈদের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ও পটকা ক্রয়-বিক্রয় ও পোড়ানো এবং সকল ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ঈদের দিন শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জহির হোসেন/আরএআর