ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত
ময়মনসিংহ জেলার প্রায় দুই হাজার স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। সেই লক্ষ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
এদিকে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও জেলাখানা মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ঈদের জামাতের সময়সূচি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, করোনার কারণে গত কয়েক বছর ঈদের নামাজ শেষে কোলাকুলি করা নিষেধ ছিল। এ বছর সেই বিধিনিষেধ নেই। সকল মুসল্লিরা ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করতে পারবেন।
উবায়দুল হক/আরএআর
বিজ্ঞাপন