নিহত মোহাম্মদ ফয়েজ

বরিশালে বেপরোয়া বাসচাপায় মোহাম্মদ ফয়েজ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফয়েজ ঝালকাঠির রায়াপুরা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মালিবাগ থানার বিশেষ শাখায় কর্মরত ছিলেন। ফয়েজ সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, চাপা দেওয়া বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা যাবে বলে আশা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, দুপুরে আমরা একসঙ্গে ছিলাম। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিল ফয়েজ। পথিমধ্যে এই দুর্ঘটনা। আমরা চাই ফয়েজকে চাপা দেওয়া বাসটি শনাক্ত করা হোক এবং চালক-হেলপারদের যেন আইনের আওতায় আনা হয়। 

নিহতের সহপাঠী মুজাফ্ফর ইমন বলেন, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে বাড়ি এসেছিল ফয়েজ। দুপুরে বন্ধু ও পরিচিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বরিশাল শহরে আসে। দুপুরে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। গ্রামীণ চক্ষু হাসপাতাল অতিক্রমকালে পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এভাবে ওর শেষ যাত্রা হবে তা কেউ মেনে নিতে পারছি না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর