পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পালকে (৪৯) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে বাউফল পৌর শহরের কাগজিরপোল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের সূত্র জানা যায়, শংকর পাল রাত ৮টার দিকে কাগজিরপোল বাস স্ট্যান্ডের সামনে থেকে বাড়িতে যাওয়ার পথে বর্তমান ১ নম্বর ওয়ার্ড কমিশনার হারুন মল্লিকের বড় ছেলে আরিফ (২২) তার মোটরসাইকেল গতিরোধ করে চাবি নিয়ে যায়। এ সময় আরিফসহ তার সঙ্গে ৪/৫ জন সন্ত্রাসী শংকর পালকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফলে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আহত কাউন্সিলরের ভাই রাজীব পাল বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা গুরুতর। এ হামলার পেছনে সম্পূর্ণ হাত রয়েছে বর্তমান কমিশনার হারুন মল্লিকের (৪৫)। হারুন মল্লিকের নেতৃত্বে তার ছেলে আরিফ ও শরিফসহ ৪-৫ জন পরিকল্পিতভাবে প্রাণনাশের জন্য হামলা করে। আমরা আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে বাউফল পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কমিশনার হারুন মল্লিকের (৪৫) কোনো বক্তব্য পাওয়ায় যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।

আরিফুল ইসলাম/এমএ