নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বালাপাড়ার ডাঙ্গার হাটের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা- ডাঙ্গার হাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৪)। তারা দুজন বন্ধু। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাফিক ও রিপন স্থানীয় ধনঞ্জয় শীল নামে একজনের মোটরসাইকেল নিয়ে গোমনাতী বাজারে ঘুরতে যান। গোমনাতী থেকে ফেরার পথে তাদের বাড়ির কাছেই ডাঙ্গার হাটের শহীদ মিনার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জাম গাছের সঙ্গে ধাক্কা লাগে। কারো মাথায় হেলমেট না থাকায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাফিক ও রিপন দুজন বন্ধু। তারা  ঈদের আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। গোমনাতী থেকে ফেরার পথে ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তারা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শরিফুল ইসলাম/আরএআর