বান্দরবানের রুমা উপ‌জেলার পাইন্দু ইউনিয়‌নের দুর্গম মুয়াল‌পিপাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হো‌সেন। 

তি‌নি ব‌লেন, ভোর থেকে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা ঢাকা পোস্ট‌কে ব‌লেন, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কয়জন হতাহত হ‌য়ে‌ছে এখনো জানা যায়নি। মুয়াল‌পিপাড়ার ৫০টি মারমা প‌রিবার রুমা সদ‌রে আশ্রয় নিয়েছে। এখন ওই এলাকা জনশূন্য। 

এ বিষয়ে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লা‌চিং মারমা জানান, পাইন্দু ইউনিয়নের মুয়াল‌পিপাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স‌ঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক (সংস্কার) গ্রুপের গোলাগু‌লি হয়েছে ব‌লে পাড়াবাসীদের মাধ‌্যমে জান‌তে পে‌রে‌ছি। ঘটনাস্থ‌লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেছে। কতজন হতাহত হ‌য়ে‌ছে তা এখ‌নই বলা সম্ভব হ‌চ্ছে না। 

আব্দুর রহিম/আরএআর