পদ্মা সেতু পার হয়ে ঢাকা থেকে ভাঙ্গামুখী এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালানোর অপরাধে ১০ প্রাইভেটকারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লাইলাতুল হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাওডোবা এলাকার এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করে গাড়ি না চালাতে চালকদের অনুরোধ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় গতিসীমা লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮৭ ধারায় ১০ টি মামলা দিয়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়। এসময় সড়কের শৃঙ্খলা রক্ষার্থে বাস, প্রাইভেটকার, ট্রাকসহ অন্যান্য গাড়ি চালকদের গতিসীমা মানার জন্য বুঝিয়ে বলা হয়। 

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার্থে ট্র্যাফিক মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এসময় অনিয়মকারীদের সতর্ক করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে। জরিমানার সবগুলো গাড়িই প্রাইভেট ছিল। অভিযানের সময় হাইওয়ে পুলিশ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেছেন।

সাইফুল ইসলাম/এমজে