‘বরিশালে পাতানো নির্বাচনের আয়োজন চলছে’
বাংলাদেশের সমাজতান্দ্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, বরিশাল সিটি করপোরেশনে আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকার আওয়ামী লীগের অনুগত দলসমূহকে নিয়ে বরিশালে যে পাতানো নির্বাচনের আয়োজন করছে তাতে অংশ নিয়ে আমরা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চাই না।
বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে দলের বরিশাল জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মনীষা চক্রবর্তী বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচনে অংশ নিয়ে আমরা জনগণকে বিভ্রান্ত করতে চাই না। তাই আগামী ১২ জুনে হতে যাওয়া বরিশাল সিটি করপোরেশনের এই নির্বাচন আমরা বর্জন করছি। একই সঙ্গে গণতন্ত্রপ্রিয় বরিশালবাসীকে প্রহসনের এই নির্বাচন বর্জন করে ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিগত দিনের নির্বাচনের তথ্য উত্থাপন করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের উপনির্বাচনগুলোতেও বেশিরভাগ জায়গায় ভোটারদের উপস্থিতি ছিল ৩০ শতাংশের কম। এমনকি ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট প্রদানের হার ছিল মাত্র ১০ ও ১৪ শতাংশ। যা এই নির্বাচন কমিশনের ওপর জনগণের অনাস্থারই পরিচায়ক। ক্ষমতাসীন সরকারের অধীনে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নির্বাচন পরিচালনা করবে এমন আশা দুরাশা।
বিজ্ঞাপন
মনীষা চক্রবর্তী বলেন, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ তৈরি না হওয়ায় সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে আওয়ামী জোটের বাইরে প্রায় কোনো বিরোধী দলই অংশগ্রহণ করছে না। মূলত মহাজোটভুক্ত দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ এক ধরনের তামাশার নির্বাচন করবে। এ পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
তিনি বলেন, বরিশালের জনগণের অধিকার আদায়ে ১৫ বছর ধরে আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। হোল্ডিং ট্যাক্স কমানো, খাল-রাস্তা-ড্রেন সংস্কারের দাবি, ব্যাটারিচালিত যানবাহনের পার্কিং স্ট্যান্ড-লাইসেন্সের দাবিসহ বিভিন্ন দাবিতে আমরাই ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। ফলে আমাদের প্রতি জনগণের আস্থা আছে, প্রত্যাশা আছে এবং জনগণের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে একটি লোক দেখানো নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চাকে কলুষিত করার শরিক আমরা হতে পারি না।
সংবাদ সম্মেলনে বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, জেলা সদস্য মানিক হাওলাদার, গোলাম রসুল, সন্তু মিত্রসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর