মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জেলাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক বিষয়ের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিবাহ, চিকিৎসাসেবা ব্যবস্থা, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় সাংবাদিকদের উল্লেখিত বিভিন্ন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক বলেন, আমার অফিসের কর্মকর্তা-কর্মচারী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হলে দুদক ডেকে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জেলাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড মুক্ত রাখতে চাই। আমি সব ধরনের অন্যায় এবং দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করলাম। অন্যায় ও দুর্নীতিকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদারীপুর জেলাকে অন্য এবং দুর্নীতিমুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নজরুল ইসলাম, মাদারীপুর সদরের ইউএনও মাঈনউদ্দিন, সাংবাদিক সংগঠন মাদারীপুর প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, মৈত্রী মিডিয়াসহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা।

রাকিব হাসান/আরকে