ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার চরমানাই ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামে কাশেম চৌধুরীর বাড়ির সামনে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. খোকন (২৬)। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার মৃত মো. জামালের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে খোকন তার বন্ধু উপজেলার জাজিরাকান্দি গ্রামের চান মিয়ার পুত্র রমজানের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার(২৬ এপ্রিল) দুপুরে খোকন, চাঁন মিয়াসহ এলাকার কয়েকজন আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামেন। একপর্যায় তারা সাঁতার প্রতিযোগিতা শুরু করেন। খোকনের পরনে জিন্সের প্যান্ট থাকায় সাঁতার কাটার একপর্যায়ে তিনি নদের পানিতে তলিয়ে যায়। পরে জাল টেনে বিকাল তিনটার দিকে এলাকাবাসী খোকনকে উদ্ধার করে। পরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, বুধবার বিকালে স্থানীয়রা জাল দিয়ে লাশ উদ্ধার করে সদরপুর থানায় খবর দেয়।  পরে মৃতদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, মৃত খোকনের মা মরদেহটি ময়নাতদন্ত না করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জহির হোসেন/এমজে