বিএনপি নির্বাচনে না এসে সন্ত্রাস করলে জবাব দেওয়া হবে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে আবারও যদি অতীতের মতো আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অডিটোরিয়ামে নগর আওয়ামী লীগের অর্ন্তগত সাংগঠনিক ২৫ থেকে ৩৭ নম্বর ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাসিক মেয়র বলেন, দীর্ঘদিন থেকে দেখছি, বিএনপি বলছে, বর্তমান সরকারের অধীনে জাতীয় অথবা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে না, কোন প্রার্থী দেবে না। তাদের একটাই লক্ষ্য বর্তমান সরকারের পতন, নির্বাচন কমিশন নতুন করে পুনর্গঠন ও তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির দাবিও পূরণ হয় না। এদিকে নির্বাচন হয়ে যায়। তখন তারা (বিএনপি) যেটা করেন, সেটি ন্যাক্কারজনক ভণ্ডামি।
লিটন বলেন, এবার আমার নির্বাচনী ইশতেহারে প্রথম বিষয় থাকবে কর্মসংস্থান। শিল্পায়নের জন্য বিসিক শিল্পনগরী-২ তৈরির কাজ শেষ হয়েছে। সেখানে উদ্যোক্তাদের নিয়ে এনে গার্মেন্টস কারাখানা করতে চাই। রাজশাহীর কল্যাণে ও উন্নয়নে আরও অনেক কাজ করতে চাই। রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া খুবই যৌক্তিক।
বিজ্ঞাপন
মেয়র আরো বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বাস যোগাযোগ চালুর ব্যাপারে বাংলাদেশ ও ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ডিও লেটার দিয়েছি, সব ক্ষেত্র প্রস্তুত। রাজশাহী থেকে কলকাতা ট্রেন ও বাস যাত্রা চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র। এটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে। এই নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।
শাহিনুল আশিক/এনএফ