বাউফলের সরকার দলীয় এমপি, সাবেক চীফ হুইপ ও জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজের বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আ.লীগ নেতারা।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল স্থানীয় এমপি আসম ফিরোজের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তার ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চালিয়েছেন। মেয়র তার বক্তব্যে জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লেখা সাইনবোর্ড নেই, যে তথ্য দিয়েছেন তা সত্য নয়। ১৯৭৯ সাল থেকে জনতা ভবন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে বিপথগামী ব্যক্তি ও হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অনথ্যায় তাদেরকে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাভোকেট মাহফুজুর রহমান, কেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক গোলম কিবরিয়া পান্নু, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও সাবেক ছাত্রলীগ নেতা সামসুল কবির নিশাত প্রমুখ।

এমএএস