বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে রোববার সকাল সোয়া ৬টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক ছিল। যে কারণে নৌপথে চলাচলকারী যাত্রীরা ফেরিতে পার হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।

মীর সামসুজ্জামান/আরকে