‘২৩৬ উপজেলা শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, সরকার ২৩৬টি উপজেলাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে এসেছে। এছাড়া সরকার প্রতি বছর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে ২শ কোটি টাকা বিতরণ করছেন।
তিনি আরও বলেন, আমি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হওয়ার আগে নেত্রকোণায় এসব জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে মাত্র এক কোটি টাকার অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৮৭৬ জন রোগীর মাঝে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেছি।’
বিজ্ঞাপন
গতকাল নেত্রকোণা জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তিসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ভূমি ও গৃহহীন অসহায় মানুষগুলোর জন্য দুই শতাংশ জায়গাসহ আধাপাকা ঘর করে দিয়েছেন। অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন এবং দেশব্যাপী অসহায় জটিল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে একজন রোগীও বিনা চিকিৎসায় মারা যাবে না। প্রত্যেকের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২শ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
জিয়াউর রহমান/এনএফ