গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকলেই হিরো হয়ে থাকতে পারবেন, নয়তো জিরো হয়ে যাবেন। আওয়ামী লীগে থাকা অবস্থায় যে কেউ হিরো থাকেন, কিন্তু আওয়ামী লীগ থেকে যদি কাউকে বাদ দেওয়া হয় বা ছেড়ে দেয় তাহলে সে জিরো হয়ে যায়। 

বুধবার (৩ মে) দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মায়া বলেন, জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে। আওয়ামী লীগের ছায়াতল থেকে বের হয়ে দেখুন একজন কর্মীও খুঁজে পাবেন না আপনার পেছনে। এবার নৌকার বিরোধিতা যে করবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে থাকতে পারবে না। আগামী ৯ মে থেকে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নৌকার জন্য ভোট চাইতে হবে। 

এ সময় গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবুর মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোবাশ্বের চৌধুরী , গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ মামুন, ফরহাদ হোসেন সরকার, মামুনুর রশীদ মোল্লা, শামীম ইশতিয়াক, সাইদুল হক লিটন প্রধান, জামাল হোসেন, হুমায়ুন কবির বাপ্পি, রাকিবুল হাসান, আজগর আলী প্রমুখ উপস্থিত।

শিহাব খান/আরএআর