সীমান্তে ঘাস কাটার সময় বাংলাদেশি যুবককে গুলি করল বিএসএফ
কুমিল্লার বুড়িচং সীমান্তে ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে জালাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। বুধবার (৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জালাল হোসেন বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্যাহ রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় অংশের আনুমানিক ৫০ গজ ভেতরে ২০৬৫ পিলার এলাকায় প্রবেশ করে ঘাস কাটছিলেন জালাল। এ সময় চোরাকারবারি মনে করে বিএসএফ সদস্যদের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্যাহ বলেন, বিষয়টি জানার পর জামতলা সীমান্তে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ জালালের চিকিৎসা চলছে।
আরিফ আজগর/আরএআর