চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এক কোটি টাকা মূল্যের হেরোইন ও ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটুলপাড়া আমবাগান এলাকায় ভারতীয় সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিদের ফেলে যাওয়া এসব মাদকদ্রব্য বিজিবি উদ্ধার করে।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে পালিয়ে যায় পাঁচ চোরাকারবারি। পরে বস্তা দুটি উদ্ধার করে ১ কেজি হেরোইন ও ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ