বাগেরহাটে পিসি কলেজ থেকে ইট পাচারের চেষ্টা
বাগেরহাটের সরকারি পিসি কলেজের হিন্দু হোস্টেলের ভেতর থেকে একটি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেল ৩টায় হোস্টেলের টিনসেড ভবনের পুরোনো ইট বোঝাই করে পাচারের সময় ট্রাকটি জব্দ করে পুলিশ।
অবশ্য পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
জানা যায়, সম্প্রতি হিন্দু হোস্টেলের অভ্যন্তরে থাকা একটি টিনসেড ভবন ভাঙা হয়। ওই জায়গায় দু’টি কক্ষ করার জন্য সরকারি বরাদ্দ এসেছে। কক্ষের কাজ দ্রুত করার জন্য কলেজের কিছু ছাত্র ভবনের নিচে থাকা ইটগুলো কয়েকদিন ধরে উঠানোর কাজ করছিল।
তবে শুক্রবার বিকেলে প্রায় ২ থেকে ৩ হাজার ইট বোঝাই করা হয় একটি ট্রাকে। ধারণা করা হচ্ছে, ইটগুলো গোপনে কেউ বিক্রির চেষ্টা করছিল। অবশ্য কে বা কারা এই ইট বিক্রি বা পাচারের চেষ্টা করছিল তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌছানোর আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী বলেন, কলেজ হোস্টেলের ভেতর থেকে ট্রাকে করে পুরোনো ইট নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পরে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেই।
শেখ আবু তালেব/টিএম