অ্যাকাউন্ট বন্ধের ভয় দেখিয়ে জেনে নিতেন পিন নম্বর
ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) রাত পৌনে ৯টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের কর্ণিকান্দা গ্রামের মো. ইব্রাহিম আকনের বাড়ির উঠোন হতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ছয়টি মুঠোফোন ও ১৮টি সিম জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তারা নিজেদেরকে বিকাশ-নগদের কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট বন্ধের ভয় দেখিয়ে পিন নম্বর হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করতেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের কর্ণিকান্দা গ্রামের মো. ইব্রাহিম আকন (৩২), মো. ফাইজুল মাতুব্বর (২৭), শাহিনুর মাতুব্বর ওরফে কালু মাতুব্বর (৪০), মো. অনিক সিকদার (২৪) ও লিটু মাতুব্বর ওরফে বদর (৪১)।
বিজ্ঞাপন
ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানায় পুলিশ। শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
লিখিত বক্তব্যে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের সদস্যরা বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে বিকাশ ও নগদ গ্রাহকদের কাছে নিজেদেরকে বিকাশ ও নগদ অফিসের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে ফোন কলের মাধ্যমে সরকারের নির্ধারিত বয়স্কভাতা, শিক্ষা সহায়ক উপবৃত্তির টাকা, ঈদ উপলক্ষ্যে বিকাশ ও নগদে অফারের মাধ্যমে বোনাসের টাকা, বিকাশ ও নগদের পিন নম্বর বন্ধ করে দেওয়া হবে বলে গ্রাহকদের নগদ ও বিকাশের গোপন পিন কোড সংগ্রহ করত। তারপর দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন নম্বরের টাকা অ্যাপসের মাধ্যমে নিয়ে উত্তোলন করে আত্মসাৎ করত।
ওই সংবাদ সম্মেলনে জানানো হয় এ প্রতারক চক্রের সঙ্গে জড়িত আরও আট সদস্যসের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশ ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, এ ব্যাপারে শুক্রবার (৫ মে) রাতে ভাঙ্গা থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর কুন্ডু।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ওই পাঁচ প্রতারক দলের সদস্যদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান, নগরাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, গোয়েন্দা পুলিশ ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ।
জহির হোসেন/আরকে