শহিদুল ইসলাম স্বাধীনকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে পাঁচ দিনের এবং বাকি ২৮ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড শুনানি করলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২১ মার্চ) বিকেলে পুলিশ সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে আসামিদের হাজির করে তাদের রিমান্ডের আবেদন করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ। 

এর আগে শুক্রবার ভোরে ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শনিবার বেলা ১১টায় স্বাধীন মিয়াকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রোববার বিকেলে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।  

উল্লেখ্য, ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আসেন মামুনুল হকসহ কেন্দ্রীয় হেফাজত নেতারা। পরে মামুনুল হককে নিয়ে ঝুমন দাস নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ এনে ওই এলাকার হেফাজত নেতার অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই ঝুমন দাস আপন নামে ওই যুবককে আটক করে। পরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনে গ্রামবাসী। 

বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন। মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সাইদুর রহমান আসাদ/এসপি