নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের কর্মী সভা বন্ধ করে দিয়েছেন রিটার্নিং অফিসার। শনিবার (৬ মে) বিকেলে নগরীর গল্লামারী মোড়ে আয়োজিত এ কর্মী সভা বন্ধ করা হয়।

এ বিষয়ে খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, গল্লামারী মোড়ে আমাদের একটি কর্মী সভা ছিল। সভায় কেসিসি মেয়রেরও আসার কথা ছিল। এখন কর্মী সভা করলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে, এ কারণে কর্মী সভা বন্ধ করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন ঢাকা পোস্টকে বলেন, নগরীর গল্লামারী মোড়ে রাস্তার একপাশ বন্ধ করে প্যান্ডেল বানিয়ে জনসভার আয়োজন করা হয়েছিল। বর্তমান মেয়রের সেখানে যাওয়ার কথা ছিল। সংবাদ পেয়ে জনসভাস্থলে গিয়ে সেখানে যারা ছিলেন তাদের অনুরোধ করেছি বন্ধের জন্য, তারাও শুনেছেন। তবে তারা বিষয়টি অবগত ছিলেন না। তাদের বলার পর তারা কর্মসূচি স্থগিত করে প্যান্ডেল খোলার কাজ করে।

মোহাম্মদ মিলন/এবিএস