রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেছেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণের মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। সঙ্গে কোনো নির্দিষ্ট বিষয়ে যোগ্যতার উন্নতি সাধন করা সম্ভব। প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আরও দক্ষ ও স্মার্ট করে তুলবে।

শনিবার (৬ মে) রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হল রুমে দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা বলেন, প্রতিটি প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি। এই প্রশিক্ষণ কোর্সে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) উত্তম কুমার পাল, অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আল মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সোহানুর রহমান সোহাগ। প্রশিক্ষণে ইন সার্ভিস কোর্সের পুলিশ সদস্যরা অংশ নেন।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর