কুয়াকাটা সৈকতে পর্যটক হয়রানি, আটক ২
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি ও ছিনতাইয়ের সময় বাইজিদ ও শান্ত নামের দুই তরুণকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (৬ মে) বিকেলে কুয়াকাটার হোটেল কুটুমবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আমতলী থেকে দুই ছেলে ও তিন মেয়ে পর্যটক কুয়াকাটা আসেন। তাদের সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার ৭শ’ টাকা ছিনতাই করে নিয়ে যায় বখাটেরা। পরে মারধর করে দুই ছেলে পর্যটককে আলাদা করে মেয়েদের নিয়ে হোটেল কুটুমবাড়ির সামনে যায় বখাটেরা। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
মহিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের জানান, আটককৃত দুই তরুণসহ পলাতক থাকা কয়েকজনের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে এবং এই বখাটেদের দুজনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। আটক দুজন ও অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে যে মামলা হয়েছে তারা সবাই ১৭ থেকে ২০ বছর বয়সী।
বিজ্ঞাপন
এবিএস