রাজবাড়ীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ও বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)। তারা দুইজনই কৃষক ছিলেন। 

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে ইমদাদুল নিজ বাড়ি থেকে তার লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌড় দেন। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কুমোদ সিং বিকেল সাড়ে ৩টার দিকে বাজারে ছিলেন। হঠাৎ মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যেই বজ্রপাতে তার মৃত্যু হয়। 

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমদাদুলের মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আমরা বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছি।

মীর সামসুজ্জামান/আরএআর