মাদারীপুরে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং-এর রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) মাদারীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলার শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে নার্সিং-এর শিক্ষার্থীরা।

মাদারীপুর স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশনসহ আরও কয়েকটি সংগঠন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। একটি মহল এ পেশার সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদেরও দেওয়া হয়েছে নার্সের লাইসেন্স। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং হাস্যকর। এমন সিদ্ধান্ত মহান নার্সিং পেশাকে নিয়ে ষড়যন্ত্রেরই একটি অংশ।

মানববন্ধনে অংশগ্রহণ করে তারা ছয় দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো- কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমান, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি করা ও ইন্টার্ন ভাতা নিশ্চিত করা, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেটে ২০% থেকে ৩০% ও ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা করা।

অবিলম্বে দাবি কার্যকর না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় কর্মসূচিতে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সকল শিক্ষার্থীরা কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

নার্সিং শিক্ষার্থী সোমা মণ্ডল বলেন, আমাদের দাবি একটাই, কারিগরি মুক্ত নার্স চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এমন সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানাই এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়াশোনা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন না দিয়ে পেশেন্ট কেয়ার টেকনোলজি নামে তাদেরকে নিবন্ধন দেওয়ার অনুরোধ জানাই। কারণ ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়াশোনা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দেশের নার্স সমাজ প্রত্যাখ্যান করেছে। তাই অবিলম্বে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় দেশের নার্সরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহসান বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবায় নিয়োজিত আছেন তারা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপ্পন হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য দেন ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাকিবুল ইসলাম  আজিজুর রহমান, মাহামুদা খানম, নিজুম, কামনা আক্তার, রাবেয়া প্রমুখ।

রাকিব হাসান/এমজেইউ