পানি না থাকায় রোগীদের দুর্ভোগ

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে তিন‌ দিন ধ‌রে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসাসেবা ব্যাহত হ‌চ্ছে। এতে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন রোগীরা। ত‌বে হাসপাতাল কর্তৃপ‌ক্ষের দাবি, পৌরসভার পা‌নি সরবরা‌হের পাইপ নষ্ট হওয়ায় এমন ভোগা‌ন্তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

জানা গে‌ছে, টাঙ্গাইল পৌরসভা কর্তৃক পা‌নি সরবরাহের পাইপ লাইন নষ্ট হওয়ায় রোববার (২১ মার্চ) থে‌কে হাসপাতা‌লের অপা‌রেশন বিভাগ (ও‌টি ) ও সাধারণ ওয়ার্ডগু‌লো‌তে পা‌নি সরবরাহ বন্ধ হ‌য়ে যায়। পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় পরব‌র্তীতে বাই‌রে থে‌কে পা‌নি এ‌নে অস্ত্রোপচার কর‌তে হ‌চ্ছে চি‌কিৎসক‌দের। এ ছাড়া রোগী‌দেরও বাই‌রে থে‌কে পা‌নি আন‌তে হ‌চ্ছে। 

হা‌মিদা বেগম হাসপাতা‌লের ৭ নম্বর ওয়া‌র্ডে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নি‌চ্ছেন। তিনি ব‌লেন, তিন ‌দিন ধরে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ। এ‌তে চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। পয়‌নিষ্কাশনসহ খাবার পা‌নির সংকট তৈ‌রি হ‌য়ে‌ছে। 

ঘাটাইল থে‌কে আসা ছা‌বিনা বেগম ব‌লেন, চরম কষ্ট হ‌চ্ছে পা‌নি না থাকায়। বাই‌রে যাওয়া যা‌চ্ছে না।  

জেনা‌রেল ‌হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসা রোগীরা জানান, হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। ফ‌লে হাসপাতা‌লের টয়‌লে‌টে প্রস্রাব পায়খানা করা যা‌চ্ছে না।

হাসপাতা‌লের আয়া সা‌লেহা খাতুন ব‌লেন, হাসপাতা‌লে ওয়া‌র্ডে পা‌নি সরবরাহ না থাকায় টয়‌লেটের ভেতর টিস্যুর স্তূপ তৈ‌রি হ‌য়ে‌ছে। এ‌তে রোগী ও অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসা ব্যাহত হ‌চ্ছে।

টাঙ্গাইলের গণপূর্ত বিভা‌গের (‌পিড‌ব্লিউ‌ডি ) নির্বাহী প্রকৌশলী আল আ‌মিন মোহাম্মদ নুরুল ইসলাম ঢাকা পোস্ট‌কে ব‌লেন, পৌরসভার পাইপ লাই‌ন নষ্ট হওয়ার ফ‌লে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। দ্রুত ‌বিকল্প পদ্ধ‌তি‌তে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ শুরু হ‌বে। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সা‌দিকুর রহমান ঢাকা পোস্ট‌কে ব‌লেন, রোববার সন্ধ্যায় জান‌তে পে‌রে‌ছি হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। এ‌তে অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসাসেবা ব্যাহত হ‌চ্ছে।  বাই‌রে থে‌কে বাল‌তিতে করে পা‌নি এ‌নে ও‌টি‌তে কাজ কর‌তে হ‌চ্ছে। পৌরসভার পানি সরবরা‌হের পাইপটি নষ্ট হওয়ায় এমন দু‌র্ভো‌গের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ ‌বিষ‌য়ে পৌরসভা কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। পাশাপা‌শি বিকল্পভা‌বে পা‌নি সরবরাহ কর‌তে গণপূর্ত বিভাগ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। 

অভিজিৎ ঘোষ/এসপি