সিরাজগঞ্জ জেলা কারাগারে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর ইসলাম জেলার কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান ঢাকা পোস্টকে বলেন, রোববার দুপুর ২টার দিকে তিনি কারাগারের ভেতরে দাবা খেলছিলেন। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে চারটার দিকে তিনি মারা যান। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন ডা. মশিউর রহমান বলেন, জেলহাজতে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। রোববার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আমরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ১৫ অক্টোবর ধর্ষণচেষ্টা মামলায় নূর ইসলামকে জেলহাজতে পাঠান আদালত। 

শুভ কুমার ঘোষ/কেএ