লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়া নিয়ে বর ও কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের মালিকসহ অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। বুধবার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সন্ধ্যায় পার্টি সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কনের বাবা খোকন ড্রাইভার ও খালাতো ভাই রুবেল হোসেন। বাকি আসামিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, পৌর শহরের শাহপুর এলাকার বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের বিয়ে ঠিক হয়। সে উপলক্ষ্যে পার্টি সেন্টারটিতে মধ্যাহ্ন ভোজসহ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়ার সময় একটি দই টক হয়েছে বলে কনেপক্ষের লোকজন অভিযোগ করেন। এ সময় ওই পার্টি সেন্টারের মালিক ও রকিবুজ্জামান রাকিব কনে পক্ষের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে থাকেন। এ সময় কনেপক্ষের লোকজনের সঙ্গে বরপক্ষের লোকজনও উত্তেজিত হয়ে ওঠেন। উভয়পক্ষ মিলে পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা চালায়। এতে পার্টি সেন্টারের মালিক রাকিব, ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ অন্তত ১৫ জন কর্মী আহত হন।

রাকিবুজ্জামান রাকিব বলেন, একটি মাত্র দই টক হওয়ায় বর ও কনেপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। এতে আমিসহ আমার কর্মীরা আহত হয়েছে। আমি মামলা করেছি।

তবে এ বিষয়ে বর ও কনেপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পার্টি সেন্টারে হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুইজনকে আটক করা হয়। পরে পার্টি সেন্টারের মালিকের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসান মাহমুদ শাকিল/এসএমডব্লিউ/আরএআর