নামাজ শেষে বাড়ি ফেরা হলো না আদিলের, ৪ দিন পর মিলল মরদেহ
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর আদিল মোহাম্মদ সোহান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) বাড়ির পাশের পরিত্যক্ত বাগান থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদিল উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার (১৫ মে) সন্ধ্যায় সে বাড়ি সংলগ্ন মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ফেরার পথে নিখোঁজ হয়। পরে আর ফিরে আসেনি। এই ঘটনার পর দিন মঙ্গলবার শিশুটির বাবা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয়রা জানান, শিশুটিকে হত্যা করে তাদের বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রেখে দিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার আজ সকালের দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গত ১৬ মে শিশুটির বাবা একটি সাধারণ ডায়েরি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা বহু জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ তাদের বাড়ির পাশে পরিত্যক্ত বাগান থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল হক/আরকে