ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-আমিন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মে) সকালে উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আল-আমিন তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার সংলগ্ন মৃত আব্দুল খালেকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল-আমিন মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাতে মাঝেমধ্যে উপজেলার ধামেরহাট বাজারের একটি হোটেলে কাজ করত। এমনকি বিভিন্ন দোকান ও বাড়িতে চুরিও করত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশের মাধ্যমে বিচার করা হয়েছে।

গ্রাম পুলিশ সোলায়মান ও ধামেরহাট বাজারের নৈশপ্রহরী আব্দুল হাই বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত ধামেরহাট বাজারে আল-আমিনকে ঘুরতে দেখা গেছে। পরে বৃষ্টি শুরু হলে আমরা চলে আসি। সকালে দেখি ইউনিয়ন পরিষদের পানির লাইনের পাইপের সঙ্গে তার মরদেহ ঝুলে আছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন‍্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মো. জুয়েল রানা/এমজেইউ