ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ইউপি সদস্যসহ তিনজকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর শুক্রবার (১৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিনো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডিক্রিরচর ইউনিয়নের ইউপি সদস্য ও আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শহিদ বিশ্বাস (৪৭)। পিরোজপুরের নেছারবাগ উপজেলার সোহাগদল গ্রামের মো. নজরুল ইসলাম (৩৮) ও বরিশালের বানাড়িপারা উপজেলার বিসারাকান্দি গ্রামের মো. মোরসালিন (২০)। শহিদ বিশ্বাসকে ডিক্রিরচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান।

সিঅ্যান্ডবি ঘাট নৌপুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে গোলডাঙ্গী সেতু সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে একটি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকালে শুক্রবার ভোর সাড়ে চারটায় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি ড্রেজার।

এ ব্যাপারে নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুজ্জামান বাদী হয়ে শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্ত করছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ দেবনাথ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঅ্যান্ডবি ঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জহির হোসেন/এবিএস