বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, সবাই বলছেন অবাধ, সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। কিন্তু শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। তবে তত্ত্বাবধায়ক (নিরপেক্ষ) সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

শুক্রবার (১৯ মে) বিকেলে নেতাকর্মীদের মিথ্যা মামলাসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি নিয়ে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল খায়ের ভুঁইয়া বলেন, দেশের দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। এছাড়া নিয়মিত বিদ্যুৎ থাকে না। বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে, সরকার কিছু করতে পারেনি। তাই সরকার ক্ষমতায় থাকার জন্য নির্বাচনের আগে আবারও ষড়যন্ত্র করছে। কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। তাই অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দিপেন দেওয়ান এবং সাবেক এমপি ও উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা-উপজেলা বিএনপির নেতারাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিশু মল্লিক/এফকে