সুনামগঞ্জে ফের অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক
তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
রোববার (২১ মে) দুপুরে পৌর শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে নুরুল হক বলেন, গত ১৬ এপ্রিল মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর সুনামগঞ্জ-সিলেট রুটে বাস চলাচলে চাঁদাবাজি ও শ্রমিক মারধর বন্ধে স্মারকলিপি প্রদান করি। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ৩ মে দাবি আদায়ের লক্ষ্যে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিই। এ সময় পুলিশের আশ্বাসে এবং এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। তবে পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। আগামী ২৮ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৯ মে সকাল ৬টা থেকে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া।
বিজ্ঞাপন
সোহানুর রহমান সোহান/এমজেইউ