খুলনায় ৮৬০ হেক্টর জমিতে পান চাষ
খুলনায় 'সেলমোনেলা মুক্ত রপ্তানিযোগ্য পান উৎপাদন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রডাক্টস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়নে আমদানির চেয়ে রপ্তানি বেশি করতে হবে।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, খুলনা জেলায় ২০২২-২৩ অর্থবছরে ৮৬০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। যার মধ্যে রুপসা ২৪০ হেক্টর, দিঘলিয়ায় ২২৭ হেক্টর, পাইকগাছা ২১০ হেক্টর, ফুলতলা ৯০ হেক্টর, তেরখাদা ৭৫ হেক্টর ও ডুমুরিয়া ১০ হেক্টর জমিতে পান চাষ হয়।
সেমিনারে বক্তারা বলেন, ২০১১ সাল থেকে পানে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে বাংলাদেশ থেকে সাময়িকভাবে পান রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেয়। ধাপে ধাপে তা ২০২০ সাল পর্যন্ত বাড়ানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অ্যাসোসিয়েশন বিভিন্নভাবে কাজ করে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ২০২১ সালে আবারও পান রপ্তানি শুরু হয়। তবে বেক্সিটের কারণে যুক্তরাজ্যে এখনও পান রপ্তানি বন্ধ আছে। এজন্য কীভাবে সেলমোনেলা মুক্ত পান উৎপাদন করা যায়। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসোসিয়েশনের যৌথ উদ্যোগে সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সেলমোনেলা মুক্ত পান উৎপাদন পদ্ধতি আলোচনা হয়। যাতে কৃষক সঠিক প্রযুক্তির মাধ্যমে সেলমোনেলা মুক্ত পান উৎপাদন করে বিদেশ পানের রপ্তানি করতে পারে এবং দেশের রপ্তানি খাত আরও সমৃদ্ধ হয়।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো. সোহরাব হোসেন, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শেখ শহিদুজ্জামান, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) সমীর কুমার গোস্বামী, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন ও খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) বুদ্ধদেব সেন।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার জাকিয়া সুলতানা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগের আওতায় দৌলতপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) এস এম মিজান মাহমুদ ও অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) মো. মোসাদ্দেক হোসেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতা এবং বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রডাক্টস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পান উৎপাদন/রপ্তানি সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, পান উৎপাদনকারী ও পান সরবরাহকারীরা অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মিলন/এমএএস