বরিশাল সিটি নির্বাচনে ১১৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ১১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এর মধ্যে ৮৮টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ।
পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, আসন্ন সিটি নির্বাচনে ৩০টি ওয়ার্ডে মোট ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৮টি। তবে বাকি ১১টি কেন্দ্রে ঝুঁকি নেই। কেন্দ্র ও প্রার্থীদের অবস্থান, তৎপরতাসহ সার্বিক দিক অনুসন্ধান করে এমন পর্যবেক্ষণ দিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া না হলেও সংশ্লিষ্টরা বলছেন, ১২ জুন সিটি করপোরেশনে সংঘাতমুক্ত নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।
বরিশাল সিটি করপোরেশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, প্রার্থীরা এখন দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নয়। প্রতীক পাওয়ার পরে তারা ভোট চাইবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় অধিক গুরুত্বারোপ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এবিএস