বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, স্বাধীনতার আগে এ দেশের টাকা পাচার হয়ে পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডিতে যেত। আর এখন শেখ হাসিনার আমলে যত লক্ষ কোটি টাকা পাচার হয় সব কানাডার বেগমপাড়ায় যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, মালয়েশিয়ায় যায়। আমরা বিএনপি শেখ মুজিবুর রহমানকে সম্মান করি, কিন্তু তার মেয়েই তাকে অপদস্থ করছেন। বঙ্গবন্ধুর যে ছয় দফা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, সেখানে ছিল সাম্য, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা। কিন্তু তার একটিও আওয়ামী লীগ এখন অবশিষ্ট রাখেনি।’

শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের ঈদগাহ মাঠে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতা কামাল মজুমদার বলেছেন, বাজারে গেলে মানুষ কাঁদে। যার দাম সকালে থাকে দশ টাকা, বিকেলে তার দাম পঁচিশ টাকা এবং পরের দিন তা পঞ্চাশ টাকা হয়ে যায়। তিনি আরও বলেছেন, শেয়ারবাজারের বড় যে ডাকাত সে এখন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী নিজেই একজন ব্যবসায়ী, খাদ্যমন্ত্রীর চালকল রয়েছে, তাই চালের দাম কমছে না। এখানের কথাগুলো বর্তমান আওয়ামী লীগ নেতা বলেছেন, একটিও আমার কথা নয়।’

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের বন্ধু নয়। তারা বর্গীদের মতো মানুষের জীবন বিষিয়ে তুলেছে। এই সরকার জনগণের রায় নিয়ে ভোটে জেতেনি বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।

রাকিব হাসান/এনএফ