নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করেছে। কোনো ধরনের ব্যত্যয় ঘটছে না, ঘটবেও না। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ৬ থেকে ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবে। ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবে। সুতরাং ভোটকেন্দ্রের শৃঙ্খলা নিয়ে কোনো প্রকার সংশয় থাকার সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহাংগীর আলম বলেন, অনেকের মনে সংশয় রয়েছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একজনের ভোট আরেকজনকে দিবে বা পরিবর্তন হয়ে যেতে পারে। ইভিএম একটি মেশিন যেখানে অনলাইন থাকবে না। সম্পূর্ণ অফলাইনে নির্বাচন হবে। সুতরাং বাইরে থেকে কেউ কলকাঠি নাড়াবে সেই সুযোগ নেই। অফলাইনে যদি ইন্টারনেট সংযোগ না থাকে, সেখানে মেশিনে যা আছে তাই। আপনাদের পোলিং এজেন্ট মনিটরে দেখতে পারবে। পোলিং এজেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন করলে আপনাদের মনের সন্দেহ থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রতিটি বুথে এজেন্ট দিবেন। প্রতিটি বুথে সিসি টিভি ক্যামেরা থাকবে। সুতরাং এখানে কোনো অবৈধ ভোট দিচ্ছে কি না প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে বসে সরাসরি পর্যবেক্ষণ করবেন। সেখান থেকে কোনো বুথে কি সমস্যা হচ্ছে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোনো সংশয় রাখার প্রয়োজন নেই।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও ১০ জন সহকারী রিটার্নিং অফিসার। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান। মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির এসএম সাব্বির আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমানসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী।

মোহাম্মদ মিলন/এবিএস