বিতর্ক যেন পিছু ছাড়ছে না কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. প্রাণ গোপাল দত্তের। বিভিন্ন সময়ে এলাকার সভা-সমাবেশে বক্তব্য দিয়ে একাধিকবার তিনি ভাইরাল হয়েছেন। কিন্তু এবার দলীয় একটি সম্মেলনে তার বক্তব্য রেকর্ড করতে নিষেধ করে ভাইরাল হয়েছেন এই সংসদ সদস্য।

গতকাল মঙ্গলবার (৩০ মে) বিকেলে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে পৌর কৃষক লীগের সম্মেলনে তিনি বক্তব্য রেকর্ড করতে নিষেধ করেন। এ সময় অনেকেই বক্তব্য রেকর্ড না করে সভাস্থল ত্যাগ করেন। এমপির এমন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক। ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে এমপির সেই বক্তব্য। 

১ মিনিট ৩৪ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে উপস্থাপক প্রাণ গোপালকে বক্তব্য রাখার জন্য বলেন। এরপরই প্রাণ গোপালকে মাইক দেওয়া হয়। মাইক হাতে নিয়েই তিনি সালাম দিয়ে বলে ওঠেন, ‘আমি আশা করব, আমার বক্তৃতাটা কেউ রেকর্ড করবেন না। ’

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার চান্দিনা পৌর কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমপি ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বক্তব্যের শুরুতে দুইবার বলেন, ‘আমি আশা করব, আমার বক্তৃতাটা কেউ রেকর্ড করবেন না’। এ সময় এমপির বক্তব্য বেশ কয়েকজন সাংবাদিক ও দলীয় নেতাকর্মী মোবাইল ফোন ও ক্যামেরায় রেকর্ড করছিলেন। এমপির এমন কথা শুনে রেকর্ড বন্ধ করে একাধিক সাংবাদিক ও দলীয় নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন। 

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক বলেন, ‘আমাদের বক্তব্য রেকর্ডে এমপি নিষেধাজ্ঞা দেবেন এর জন্য প্রস্তুত ছিলাম না, তাই কথা না বাড়িয়ে আমরা চলে আসি। আগে একাধিক বক্তব্য ভাইরাল হওয়ায় সেই আশংকা থেকে এবার এমপির নিকট থেকে এমন নিষেধাজ্ঞা এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

চান্দিনা পৌর কৃষক লীগের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ সেলিম প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, কাউন্সিলর আবু কাউছার প্রমুখ। 

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু ঢাকা পোস্টকে বলেন, তিনি (এমপি) এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে ভাইরাল হয়েছেন। কিছু দিন আগে প্রধানমন্ত্রীর কথার উদ্বৃতি দিয়েও আমার প্রয়াত বাবার বিষয়েও মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই আমার ধারণা একের এক বক্তব্য ভাইরাল হয়ে পড়ার পর এবার বক্তব্য রেকর্ডে সাংবাদিকদের প্রতি এমন নিষেধাজ্ঞা দিয়েছেন, বিষয়টি দুঃখজনক। 

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি  রিসিভ করেননি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বাদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপনির্বাচনে নির্বাচিত হন। 

আরিফ আজগর/আরএআর