বিএনপি সব সময় জনগণের ক্ষতি করতে চায় : শাজাহান খান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, যুদ্ধ ও মহামারি করোনার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্য সহনশীল রাখতে আমাদের সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। দ্রব্যমূল্য কমানো নিয়ে শ্রমিকরা দাবি তুলেছেন। এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মতামত দেওয়া হবে। কীভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। কর ও ভ্যাট মওকুফ করে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে।
বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলা চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শাজাহান খান বলেন, মানুষ আনন্দ-উৎসবে প্রচুর অর্থ খরচ করছে। এমনকি বিরোধী দল সভা-সমাবেশ ও আন্দোলনের নামে অর্থ খরচ করছে। তাতে মনে হয় না টাকার অভাব আছে। মানুষের হাতে টাকা আছে।
তিনি বলেন, বিএনপির মুখে সাধু কথা মানায় না। যারা জনগণের মন নিয়ে ছিনিমিনি খেলে তারা কখনোই জনগণের ভালো দেখতে চায় না। তারা সব সময় জনগণের ক্ষতি করতে চায়। আর আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চিন্তা করে।
বিজ্ঞাপন
এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা তপন কুমার মজুমদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাকিব হাসান/আরএআর