নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় রায়পুরা কাচ্চি ঘর, জান্নাত হোটেল ও চাঁন মিয়া হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৩১ মে) দুপুরে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 

তিনি বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় রায়পুরা কাচ্চিঘরকে ৩০ হাজার টাকা, জান্নাত হোটেল মালিককে ৩০ হাজার টাকা ও চাঁন মিয়া হোটেলের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

তন্ময় সাহা/এমজে