যেখানে সেখানে ময়লা ফেলবে যে পুরস্কৃত হবে সে। স্লোগান দেখে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। শুনতে অবাক লাগলেও কর্মসূচিটি এমনই। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর পক্ষ থেকে এমন ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কানাইখালী স্টেডিয়াম মাঠে বই মেলা প্রাঙ্গনে ৫০ জন মানুষের মাঝে পুরস্কার স্বরুপ একটি করে গাছে চারা তুলে দেয়া হয়।
 
জানা যায়, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। ২০১২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে সংগঠনটি নানা রকম সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিভিন্ন সময় ব্যতিক্রমধর্মী বিভিন্ন আয়োজন করে সবার নজর কাড়ে সংগঠনটি। 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চারটি জেলাতে একযোগে একটি বিশেষ কর্মসূচি পালন করে সংগঠনটি।
 
নাটোর, পাবনা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা চারটি জেলার বিভিন্নস্থানে প্রতি জেলায় ৫০ জন করে মোট ২০০ জন মানুষের মাঝে এ ক্যাম্পেইন চালানো হয় এবং তাদের পুরস্কৃত করা হয়। 

মূলত জনসমাগম স্থানে যারা ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলবে তাদের কাছে গিয়ে সংগঠনটির সদস্যরা বুঝিয়েছে যে যেখানে সেখানে ময়লা ফেলব না এবং এ বিষয়ে প্রতিজ্ঞা করার পর উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয় তাদের হাতে। 

ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি সবার মাঝেই চাঞ্চল্য সৃষ্টি করে। সেই সঙ্গে যাদের সচেতন করা হয় তারাও জানান এমন কর্মসূচির সঙ্গে নতুন ভাবে পরিচিত। 

এ বিষয়ে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, আমাদের সংগঠন সবসময়ই ব্যতিক্রম কিছু আয়োজন করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা ৪টি জেলায় একযোগে এ কর্মসূচিটি বাস্তবায়ন করি।
 
সংগঠনটির নির্বাহী পরিচালক সুষ্ময় দাস জানান, মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা নানারকম কর্মসূচি গ্রহণ করেছি। সবমিলিয়ে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করছি।

তাপস কুমার/এমএএস