কুমিল্লায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ জুন) বিকেলে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক মোর্শেদ এবং পিকআপে থাকা স্কুলছাত্র সৈকত। হতাহত সবাই সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আজ রোববার বিকেলে সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে পিকআপে করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল সবাই। খেলায় পূর্ব জোড়কানন ইউনিয়ন বনাম বারোপাড়া ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় উপজেলার জোড়কানন ভূঁইয়া পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরিফ আজগর/এমজেইউ