রাজবাড়ীতে কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ১৭ নেতাকর্মী
রাজবাড়ীতে পুলিশের করা মামলায় কারাগারে থাকা বিএনপির ১৭ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। বুধবার (১৪ জুন) রাত ৮টার দিকে তারা জেলা কারাগার থেকে বের হন।
এর আগে মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বাদী হয়ে গত ২০ মে রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২০ জনকে আসামি করা হয়। এরমধ্যে ১৭ জনকে গত ২১ মে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেই। এই ১৭ জনকে মঙ্গলবার আদালত জামিন দেন। অন্যরা গত ২৫ মে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০), গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের নুরুল ইসলাম (৩০), বালিয়াকান্দি উপজেলার কামাড়দাহ চরদক্ষিণবাড়ি গ্রামের মনিরুল শেখ (২২), মজরপুর গ্রামের আলামিন হোসেন (২০), বহরপুর গ্রামের মারুফ হোসেন (১৯), একই গ্রামের জাকির হোসেন (২২), ঘিকমলা গ্রামের রাসেল শেখ (৩৪), কালুখালি উপজেলার লাড়িবাড়ি গ্রামের শহিদ বিশ্বাস (৩২), একই গ্রামের রবিউল শেখ (২৯), সদর উপজেলার ফরহাদ সরদার (৪৮), রামকান্তপুর গ্রামের পাঠান পাড়া গ্রামের মান্নান মোল্লা (৩৯), রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনিস মন্ডল (৩০), বিসিক নতুন পাড়া এলাকার জিয়া সরদার (৩০), পাকুরুয়া গ্রামের মজিদ মোল্লা (৬৫), চরনারায়ণপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮), রামকান্তপুর এলাকার মোতাহার মোল্লা (৪০) ও গোয়ালন্দের শাহাদাত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ (৪১)।
বিজ্ঞাপন
কারাগার থেকে বের হয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি বলেন, গত ২০ মে আমাদের কেন্দ্র ঘোষিত একটি সমাবেশ ছিল। এই সমাবেশে যোগ দিতে আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম। সে সময় সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা করে। আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকেও তারা ছাড়েনি।
তিনি বলেন, এই স্বৈরাচারী সরকারের দেশ থেকে পালানোর সময় হয়ে গেছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। জেল খেটে এসেছি, জেল কোনো ভয়ের জায়গা না। জেল মানুষের জন্য, জেল রাজনীতির জন্য। রাজনীতি করলে জেলে যেতেই হবে। আমরা এখন আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করব।
জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার বলেন, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সময় শেষ হয়ে গেছে। তারা যেকোনো সময় এ দেশ থেকে পালাবে। বর্তমান এই সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। জেল খেটেছে। আমরা যেকোনো মূল্যে এই স্বৈরাচারী সরকারের পতন চাই।
মীর সামসুজ্জামান/জেডএস