নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, একটা সময় আমরা নিজেরাই মাঠের রক্ষণাবেক্ষণ করতাম। খেলোয়াড়ের পাশাপাশি লেবারের ভূমিকায় মাঠে পানি দেওয়া, পিচ ঠিক করা সবই আমরা করতাম। এখন আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও মোবাইল ফোনে আসক্ত ছেলেরা মাঠমুখী হয় না।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

মাশরাফি বলেন, নড়াইলের ক্রিকেট মাঠ বলতে এই মাঠটিই ছিল। এই মাঠটিতে ক্রিকেট খেলেই আমার ক্রিকেট যাত্রা। এই মাঠে খেলেই বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট পর্যায়ে খেলার সৌভাগ্য আমার হয়েছে। তাই এই মাঠের প্রতি আমার আবেগ অনুভূতির জায়গাটা ভিন্ন।

তিনি আরও বলেন, মাঠটির বর্তমান অবস্থা ক্রিকেট খেলা তো দূরের কথা কোনো খেলার জন্য উপযোগী নয়। সরকারি মাঠ সংস্কারের জন্য ইচ্ছা থাকলেও সব সময় সংস্কার সম্ভব হয় না। দীর্ঘ প্রচেষ্টার পর প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই মাঠটি সংস্কারে ২৫ লাখ টাকা দিয়েছেন। পরবর্তীতে আরও ২৫ লাখ টাকা দেবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।

মাশরাফি বলেন, অনুরোধের প্রেক্ষিতে মাঠটি সংস্কারে চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু দায়িত্ব নিয়েছেন। আশা করি চার মাস পরে মাঠটি প্রস্তুত করা সম্ভব হবে। এই মাঠটিকে যুগোপযোগী ভালোমানের ক্রিকেট মাঠ হিসেবে প্রস্তুত করতে সরকারি যে বরাদ্দ সেটা পর্যাপ্ত নয়। নড়াইলের ক্রিকেট উন্নয়নে তথা এই মাঠ সংস্কারে বিত্তশালীরা এগিয়ে আসলে কাজটা সহজ হবে আমাদের জন্য। 

এ সময়  জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান, মাশরাফির ক্রিকেট গুরু শরীফ মোহাম্মদ, ক্রিকেট সংগঠক আমিরুল ইসলাম ইকবাল, কোচ সঞ্জীব বিশ্বাস সাজুসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সজিব রহমান/আরএআর