রাঙামাটিতে অটোরিকশায় দুর্বৃত্তদের আগুন
রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা আপাই মারমার আমবাগান সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এই ঘটনা ঘটে বলে জানান বড়ইছড়ি সিএনজি সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি রাতে ঘটনাটি জানার পর সমিতির লোকজনকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এ সময় অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তখন অটোরিকশাটিতে কোনো চালক বা যাত্রীকে দেখতে পাইনি। তবে গাড়ির নম্বর দেখে জানতে পারি পুড়ে যাওয়া গাড়িটি রাঙ্গুনিয়া লিচুবাগান সমিতির মো. আলম প্রকাশ রকি ড্রাইভারের। তবে কে বা কারা অটোরিকশাটি পুড়িয়ে দিয়েছে সেটা জানি না।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি বলেন, আমরা আসার পরও অটোরিকশাটি জ্বলছিল। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের কোনো একটি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী এই কাজ করেছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে রাত সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সিএনজি স্টেশনে কথা হয় পুড়ে যাওয়া অটোরিকশার চালক রকির সঙ্গে। সেসময় তিনি ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন।
রকি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লিচুবাগান থেকে দুইজন পাহাড়ি যাত্রী আমাকে বড়ইছড়ি বাজার যাওয়ার জন্য ভাড়া ঠিক করেন। পরে বড়ইছড়ি বাজার যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে পেছন থেকে অস্ত্র ধরে সামনে যেতে বলে। আমি বড়ইছড়ি-ঘাগড়া সড়ক ধরে গাড়ি চালাতে থাকি। পরে তারা আমাকে কুকিমারার আগে থামতে বলে। সেখানে আরও তিনজন ছিল। সেখানে থামালে তারা আমার মোবাইল, টাকা কেড়ে নিয়ে রশি দিয়ে বেঁধে একটি পাহাড়ে নিয়ে যায়। এরপর তারা পাহাড় থেকে নেমে অটোরিকশাটি নিয়ে চলে যায়। পরে আমি পাহাড় থেকে নেমে সড়কে একটি অটোরিকশায় উঠে চালককে ঘটনাটি বললে ওই চালক জানান, একটি অটোরিকশা কুকিমারা আমবাগান এলাকায় পুড়ছে। আমি ভয়ে সেখানে না গিয়ে লিচুবাগান চলে আসি।
মিশু মল্লিক/এমজেইউ