নারায়ণগঞ্জে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ
বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ জুন) দুপুরে জুমার নামাজ শেষে নেতাকর্মীরা নগরীর ডিআইটি এলাকায় রেলওয়ে মসজিদের সামনে জড়ো হন। পরে বিকেল ৪টা পর্যন্ত চলে বিক্ষোভ সমাবেশ। এরপর বিশাল বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের পাশাপাশি হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা সিইসির পদত্যাগ দাবি করেন। জুমার নামাজের পর থেকেই নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও বাংলাদেশ উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নির্লজ্জ সিইসি আওয়ামী ক্যাডারে পরিণত হয়েছে। তার বড় প্রমাণ বরিশাল সিটি নির্বাচন। কারণ তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা রাখে। অথচ সে আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে বলল, ‘তিনি মারা যাননি।’ আমরা একে সিইসি বলতে পারি না, একে ছিছি বলা ছাড়া আর কিছুই বলার নেই। নির্বাচন কমিশন এখন ইন্তেকাল কমিশন হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশৃঙ্খলভাবে কাজ করে। এর দৃষ্টান্ত হলো বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের সর্বোচ্চ নেতার ওপর হামলা করা হয়েছে। কিন্তু আমরা ধৈর্যের সঙ্গে এখনো সুশৃঙ্খল রয়েছি। আজকে নেতাকর্মীদের মনে যে ক্ষোভ ফুঁসে উঠেছে, সেই স্রোত আমরা কিন্তু সামাল দিতে পারছি না। শুধু কেন্দ্র থেকে আমাদের মুরব্বিদের নির্দেশের অপেক্ষায় আছি। পুরো শহর অচল করে দেওয়া হবে।
আবির শিকদার/আরএআর