প্রতীকী ছবি

রাজবাড়ীতে পিকআপ চাপায় মো. নিকবার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন লিটন জানান, সন্ধ্যা ৭টার দিকে নিকবার নামাজ পড়ার জন্য নিজ বাড়ি থেকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে এলাকার মসজিদে যাচ্ছিলেন। এসময় বসন্তপুর থেকে গোয়ালন্দমোড়গামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, 'নিকবার শেখকে চাপা দিয়ে পিকআপ চালক নিমতলা এলাকায় একটি শাখা রাস্তায় ঢুকে সেখানে পিকআপ রেখে পালিয়ে যান। পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।'

মীর সামসুজ্জামান/