সিলেটে ভোটের দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা
সিলেট সিটি কর্পোরেশনের ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্ভাবাস অনুযায়ী আরও কয়েক দিন অব্যাহত থাকবে বৃষ্টি। সে হিসেবে বুধবার (২১ জুন) সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির মধ্যে ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরাও। বৃষ্টি উপেক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। ৩০ বছরের বৃষ্টিপাত পর্যালোচনা করে একটি অঞ্চলের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ধরা হয়। সে হিসাবে সিলেট অঞ্চলে জুন মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। তবে গত বছরের জুন মাসে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে জুন মাসে ১৯ দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১ হাজার ৮৫ দশমিক ৯ মিলিমিটার। বাকি ১১ দিনে সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। গত বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যেতে পারে চলতি মাসে।
সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
বিজ্ঞাপন
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, বৃষ্টির মধ্যে যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি না হয় সে জন্য ভোটকেন্দ্রের বাহিরে প্রটেকশনের ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় এইতে বৃষ্টি ভোটারদের আটকে রাখতে পারবে না।
সিলেটে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), স্বতন্ত্র মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), স্বতন্ত্র মো. শাহ জাহান মিয়া (বাস), স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)
৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭২ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট সিটির মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন, হিজড়া ৬ জন।
মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি।ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন। আইনশৃঙ্খলায় পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স ৪২টি, স্ট্রাইকিং ফোর্স ১৪টি, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স ৬টি; র্যাবের ২২টি টিম এবং বিজিবি ১০ প্লাটুন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫৯ জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ জন। রিটার্নিং অফিসার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
ওমর ফারুক নাঈম/আরকে