শাবিপ্রবি ক্যাম্পাসে লেগেছে নির্বাচনের আমেজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৩৭নং ওয়ার্ডের ভোটাররা।
প্রথমবারের মতো ভোটের হাওয়া লেগেছে এ বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ধামালীপাড়া এবং যোগীপাড়া অঞ্চলের ভোটাররা ভোট দিচ্ছেন এ কেন্দ্রে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এ এলাকায় ভোটার হয়েছেন তারাও ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।
বিজ্ঞাপন
সিসিক নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় ভোটকেন্দ্রের সামনে বসেছে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের বুথ। বিভিন্ন প্রার্থীর পোস্টার এবং ব্যানারে ছেয়ে গেছে ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এই ওয়ার্ডের ভোটাররা।
একাধিক ভোটারদের সঙ্গে কথা বলতে গেলে তারা বলেন, এ ভোটকেন্দ্রে আমরা অত্যন্ত সুন্দরভাবে ভোট দিচ্ছি। কেন্দ্রের আশপাশে অনেক পুলিশ, আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন। প্রার্থীদের এজেন্টরা ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে শুরু করে সব বিষয়ে সহযোগিতা করছেন।
বিজ্ঞাপন
ধামালীপাড়া এলাকার ভোটার সোহেল আহমেদ বলেন, এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের সহযোগিতা এবং নির্দেশনা মেনেই সব প্রার্থী এবং প্রার্থীদের এজেন্টরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা নিয়েই ভোটাররা সুন্দরভাবে ভোট দিচ্ছেন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের সব কেন্দ্রেই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শাহ মোহাম্মদ দাস্তগির আজম বলেন, এখানে নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সহযোগিতা পাচ্ছি।
কেন্দ্রটির ইনচার্জ কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, কেন্দ্রে ভোটের সুন্দর পরিবেশ রয়েছে। ভোটাররা সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই ভোট দিচ্ছেন। সার্বক্ষণিক আমাদের পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। ভোটাররা কড়া নিরাপত্তার মধ্যেই ভোট দিচ্ছেন।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে লড়ছেন মোট ১৩ জন প্রার্থী। এ ওয়ার্ডে ভোটার রয়েছেন প্রায় সাড়ে সাত হাজার। এছাড়া ৩৭, ৩৮ এবং ৩৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে লড়ছেন মোট ১৩ জন প্রার্থী।
জুবায়েদুল হক রবিন/আরকে